মেহেরপুরে জেলা জামায়াত ইসলামীর তিন (রোকন) নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৩টার সময় শহরের খন্দকার পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জেলা জামায়াতের রোকন বন্দর গ্রামের তিলক শেখের ছেলে মো: আব্দুল জব্বার (৭০), রাধাকান্তপুর গ্রামের শিহাব উদ্দীনের ছেলে মো: আব্দুর রউফ (৫০) ও মেহেরপুর শহরের মন্ডলপাড়ার মিজানুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩৮)।
জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন আহমেদ বলেন, একটি দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তিনি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন, মেহেরপুর খন্দকার পাড়া গ্রামে গোপন বৈঠক চলাকালে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে। মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/এএ