ইন্টার্ন ভাতা পাওয়ার দাবিতে নোয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সরা। মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন করেন তারা। এ নিয়ে গত তিনদিন থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ ডিপ্লোমাইন্টার্ন নার্সরা হাসপাতালে কর্মরিবতি পালন করে আসছেন এবং দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ করছেন।
তারা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট দপ্তরের ডিজিএনএম এবং বিএনএমসি বরাবরে আবেদন করেও আমাদের নায্য অধিকার পাচ্ছি না। নার্সিং এ ৯০% শিক্ষার্থী মেয়ে। আমাদের সপ্তাহে দুইদিন সকাল বিকাল ডিউটি করতে হয়। ইন্টার্ন ভাতা না পাওয়ায় নিম্নমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। এছাড়া নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। এই দাবি আদায়ের লক্ষ্যে পহেলা অক্টোবর থেকে সকল ইন্টার্ন নার্স ও মিডওয়াইফ নার্সরা কর্মবিরতি পালন করছেন। এ সময় মানববন্ধনে ইন্টার্ন নার্স শাখাওয়াত, বাবলু, রুবেল, মাহমুদা আক্তার, মনিষা খাতুন ও হাফসা আক্তারসহ সকল নার্সরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ