গাইবান্ধায় দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আবহমান গ্রামবাংলার নদ-নদীতে এতিহ্যবাহী খেলা নৌকা বাইচ।
এ প্রতিযোগিতাটি উপভোগ করতে গাইবান্ধা সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে জনস্রোতে পরিণত হয়। নারী-পুরুর, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষেরা নদের দুই পাড়ে কানায় কানায় ভরে যায়। এসময় উৎসুক জনতার ভিড়ে পা ফেলানোর জায়গা ছিল না।
বিকেলে উপজেলার কামারজানি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ব্রহ্মপুত্র নদে দুই দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় স্থানীয় ও বিভিন্ন জেলা থেকে আসা ২০টি নৌকা অংশগ্রহণ করেন। খেলায় প্রথম পুরুস্কার একটি ১০০ মিসি মোটরসাইকেল, ২য় পুরুস্কার একটি ফ্রিজ ও ৩য় পুরুস্কার হিসেবে একটি এলইডি টিভি দেয়া হবে।বিডি প্রতিদিন/এএম