গাইবান্ধায় মাদক মামলায় আব্দুস সালাম (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফিরোজ কবির এ আদেশ দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুস সালাম সিরাজগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আদালতের দায়িত্বরত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শফিকুল ইসলাম জানান, ২০২১ সালের ১৪ জুন জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫০০ মিলিগ্রাম ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আব্দুস সালামকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামির উপস্থিতিতে আজ এ রায় ঘোষণা করেন আদালত। পরে বিকেলে আসামিকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম