বগুড়ায় সারিয়াকান্দি যমুনা নদীতীর থেকে একজন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে সারিয়াকান্দি থানার পুলিশ। তাকে বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধের দক্ষিণ পাশে বাগবেড় নামক গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, স্থানীয়দের সংবাদের উপর ভিত্তি করে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে সারিয়াকান্দি থানায় নিয়ে আসা হয়েছে। যুবকের গলায় দুটি বড় আকারের ধারালো অস্ত্রের ক্ষত এবং পেটে ৬ টি ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। সাধারণতভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ বা কারা মেরে যমুনাপাড়ে ফেলে রেখে চলে গেছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/এএম