হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঢালি মহল্লা এলাকায় দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফজু আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও দুজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজু আহমেদ উপজেলার মিয়াখানী ডাক্তার বাড়ির মৃত ময়না মিয়ার ছেলে।
জানা যায়, বানিয়াচং বড় বাজার থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে হবিগঞ্জে আসার সময় থানার পাশে ঢালি মহল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই ফজু আহমেদ মারা যায়। আহত হয় আরও দুজন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের চিকিৎসা দেওয়া হয়।
বানিয়াচং থানার (ওসি) দেলোয়ার হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এমআই