রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বাবু বিশ্বাসের ধানক্ষেতে পড়ে রয়েছে নারীর মরদেহ। বৃহস্পতিবার সন্ধ্যায় ৯৯৯ থেকে ফোন আসে কালুখালী থানায়। সেই ফোন রিসিভ করেন কালুখালী থানার ডিউটি অফিসার পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইনসাফ। তাকে জানানো হয় মরদেহের তথ্য। সেই তথ্যের ভিত্তিতে ইউনিয়নের কাউয়াখোলা গ্রামের বাবুসের ধানক্ষেত থেকে মেলে অজ্ঞাত নারীর (২৬) মরদেহ।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৯৯৯ থেকে ফোনের মাধ্যমে আমরা এমন সংবাদ জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। শুক্রবার সকালে নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, ধারণা করা হচ্ছে ৬-৭ দিন আগে নারীর মরদেহ ধারক্ষেতে ফেলে রাখা হয়। ধানক্ষেতে পানি থাকায় নারীর মরদেহ পচে গেছে। যে কারণে আঘাতের চিহ্ন বোঝার কোন উপায় নেই। এলাকায় কেউ নিখোঁজ ছিল বলে এলাকায় কোন বলাবলি হয়নি।
সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। বর্তমানে আমরা ঘটনাস্থলে আছি।
বিডি প্রতিদিন/এএ