৭ অক্টোবর, ২০২৩ ১৬:০৯

গলাচিপায় আওয়ামী লীগের গণমিছিল ও পথসভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় আওয়ামী লীগের গণমিছিল ও পথসভা

গলাচিপায় আওয়ামী লীগের গণমিছিল ও পথসভা

বিএনপি-জামায়াতের ‘দেশবিরোধী ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় আওয়ামী লীগের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় গলাচিপা সরকারি কলেজ সংলগ্ন এলাকা থেকে অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটনের নেতৃত্বে একটি গণমিছিল বের করা হয়।

গণমিছিলে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জ্যৈনপুরী পীর সাহেব খানকার ঈদগাহ মাঠে এসে অনুষ্ঠিত পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল খালেক, দশমিনা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মোশারেফ হোসেন প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর