যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা হলেন জিরাট গ্রামের আব্দুর রহমানের ছেলে আল আমিন (২৪) ও একই গ্রামের নূর আলীর ছেলে শামিম হোসেন (২৫)। রবিবার দুপুরে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এ ঘটনায় জড়িত সোহেল নামের এক যুবক পলাতক রয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গৃহবধূ তার শ্বশুরবাড়ি নরেন্দ্রপুর গ্রামে যাচ্ছিলেন। রূপদিয়া বাসস্ট্যান্ডে তিনি তার স্বামীর জন্য অপেক্ষা করছিলেন। এসময় তার পূর্বপরিচিত সোহেল ও আল আমিন তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নরেন্দ্রপুর বাবু বাজারের পাশে মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে সোহেল তাকে ধর্ষণ করে। পরে পাশে আলতাফের ইটভাটার মধ্যে নিয়ে আল আমিন দ্বিতীয় দফা ধর্ষণ করে। পরে আরও ২/৩ জন রাতভর তার ওপর নির্যাতন চালায়। ভোররাতে আল আমিন ও সোহেল ওই গৃহবধূকে তার পিতার বাড়িতে পৌঁছে দিয়ে আসে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, নির্যাতনের শিকার গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে পুলিশের একটি টিম প্রাথমিকভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। এর পরই এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএ