গাজীপুরের কালিয়াকৈরে দুপুরে বাস চাপায় ভ্যানচালক নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর ঘাতক বাস জব্দ করেছে পুলিশ।
নিহত হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়ী থানার দক্ষিণ সাইড গোপালপুর পাগলা হাটবাজার এলাকার মিনহাজ মিয়ার ছেলে শামীম মিয়া (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শামীম দুপুরে একটি ডেলিভারী ভ্যান নিয়ে কালিয়াকৈর উপজেলার সফিপুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় পৌছলে পিছন থেকে বেপরোয়া দ্রুতগতির একটি বাস চাপায় দেয়। এতে ডেলিভারী ভ্যানটি মহাসড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে। এসময় এলাকাবাসী গুরুত্বর আহত অবস্থায় ডেলিভারী ভ্যান চালককে উদ্ধার করে উপজেলার সফিপুর মর্ডাণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক শামীমকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। তবে বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম