১০ অক্টোবর, ২০২৩ ১৯:৩৪

টেকনাফ ও সেন্টমার্টিনে আইস, ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার, আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফ ও সেন্টমার্টিনে আইস, ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার, আটক ২

আটক ব্যক্তিরা

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনে কোস্টগার্ড সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৩৫০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় জড়িত দুইজনকে আটক করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে মাদকের একটি চালান মিয়ানমার থেকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে ছেঁড়াদ্বীপ কেয়াবনের মধ্যে পাঁচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২১টি বাদামি রংয়ের পরিত্যক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরে কোস্টগার্ড সদস্যরা বস্তাগুলো তল্লাশি চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৩৫০ বোতল বিদেশি মদ জব্দ করে। জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) ও বিদেশি মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, একইদিনে অপর একটি অভিযানে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা পায়রা সার্ভিসের একটি লোকাল বাস তল্লাশি করা হয়। তল্লাশি চলাকালীন বাসের ড্রাইভার মো. জসীম (৩০) এবং হেলপার খালেদ মোর্শেদের (২০) দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের টুল বক্সের ভেতরে লুকিয়ে রাখা কালো টেপ দ্বারা মোড়ানো ৩টি প্যাকেট থেকে ৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ বাসটি জব্দ করা হয়।

চালক এবং হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত ইয়াবা কক্সবাজারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। পরে জব্দকৃত ইয়াবা, বাস এবং আটককৃত ব্যক্তিদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর