১১ অক্টোবর, ২০২৩ ১৯:২৬

সুনামগঞ্জে পীর মিসবাহ এমপিকে গণসংবর্ধনা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে পীর মিসবাহ এমপিকে গণসংবর্ধনা

সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার বিকালে ইউনিয়নের তিন ওয়ার্ডবাসীর উদ্যোগে গাজীরদরগা পয়েন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এদিকে, নির্বাচনকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকায় ধারাবাহিক সভা-সমাবেশ করছেন পীর ফজলুর রহমান মিসবাহ।

এর আগে বেরীগাঁও স্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন পীর মিসবাহ।

প্রধান অতিথির বক্তব্যে পীর মিসবাহ বলেন, সুনামগঞ্জ-৪ আসনে আমি নির্বাচিত হওয়ার পর থেকেই শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, অবকাঠামো ইত্যাদি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ভবন হয়েছে। পূর্বে যেখানে নৌকা ছাড়া চলাচল করা যেত না, এখন সেখানে পাকা সড়ক হয়েছে। মানুষ এখন গাড়ি নিয়ে চলাচল করে।

তিনি আরও বলেন, মোহনপুর ইউনিয়নে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। বিভিন্ন গ্রামের ভিতরে ছোট বড় ব্রিজ হয়েছে। পাকা সড়ক হয়েছে। সুপেয় পানির জন্য টিউবওয়েল দেওয়া হয়েছে। বিগত সময়ে আপনাদের সেবা করেছি-উন্নয়ন করেছি। কোনো দুর্নীতি করি নাই, স্বজনপ্রীতি করি নাই। সন্ত্রাস লালনপালন করি নাই। আমার কোনো ক্যাডার বাহিনী নাই। আমি সাধারণ মানুষের সাথে চলাচল করেছি। এই ধারাবাহিকতা আগামীতেও বজায় রাখব।

মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজু, ইউপি সদস্য আজীম উদ্দিন, বাচ্চু মিয়া, সফর আলী, অলিউর রহমান, মো. জিলানী, নুরুল আমিন, আব্দুল মতিন প্রমুখ।

এর আগে টুকের বাজার জয়নগর ভায়া রহমতপুর সড়ক উদ্বোধন ও উজান রামনগর থেকে গাজীরদরগা এফআইডিবি স্কুলের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন পীর ফজলুর রহমান মিসবাহ।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর