১৪ অক্টোবর, ২০২৩ ১৪:২৩

মানিকগঞ্জে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আটক ১

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আটক ১

প্রতীকী ছবি

মানিকগঞ্জের দৌলতপুরে স্বর্ণ ছিনতাই করে যাওয়ার সময় জনতার হাতে একজন আটক হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে বরংগাইল টাঙ্গাইল আঞ্চলিক সড়কের দৌলতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জসিম উদ্দিন গোপালগঞ্জ সদরের মানিকদা এলাকার আবুল শেখের ছেলে।

স্বর্ণ ব্যবসায়ী দিলু রাজবংশী জানান, প্রতিদিনের মতো কর্মচারীকে নিয়ে রাত ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলযোগে কয়েকজন ছিনতাইকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমাদের কাছে থাকা ৭০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নেয়। আমাদের চিৎকার শুনে লোকজন ধাওয়া করে জসিম উদ্দিন নামে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে লোকজন তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা জানান, স্বর্ণ ছিনতাইকারী একজন আটক হয়েছে। বাকিদের আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। আটক জসিম পুলিশ পাহারায় মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর