দিনাজপুরের বীরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মরিচা ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিবাগত রাতে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মোঃ আমিরুল বাহার জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি।
মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফসিউর রহমান চৌধুরী নবাবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আশরাফুউদ্দৌলা খাঁন বাবু, বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোঃ কামরুল হাসান, জেলা বিএনপির উপদেষ্ঠা ও বীরগঞ্জ বিএনপির অন্যতম সদস্য মোঃ রেজওয়ানুল ইসলাম রিজুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।