লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ। অষ্টমী পেরিয়ে আজ মহানবমী। লক্ষ্মীপুরে সকাল থেকেই বিহিতপূজার মাধ্যমে শুরু হয়েছে মহানবমী পূজা। পূজাতে ভক্ত ও অনুসারীদের আগমনে মুখর মন্দির ও মণ্ডপগুলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্ডপে মন্ডপে বাড়ে ভক্তদের ভিড়। ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার।
পূজা উপলক্ষে প্রতিটি মন্ডপ সেজে ওঠেছে নতুন সাজে। বর্ণিল আলোক সজ্জায় সাজানো হয়েছে মন্ডপের প্রতিটি সড়ক ও চারিপাশ। মহানবমী শেষে কাল মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। মন্ডপগুলোর নিরাপত্তায় ইতিমধ্যে সবগুলো প্যান্ডেল সিসি ক্যামরার আওতায় আনা হয়েছে। এছাড়াও পূজার নিরাপত্তায় প্রতিটি মন্ডপ ভিত্তিক টহল টিম গঠন করা হয়েছে। গতবছর জেলায় ৭৮টি মন্ডপে পূজা হলেও এবার তা বেড়ে মোট ৭৯টি মন্ডপে পূজা উদযাপন হবে।
বিডি প্রতিদিন/এএম