বেনাপোলে বিএনপি জামাতের নেতা-কর্মীদের পুলিশি আটক অভিযান অব্যহত আছে। গত রবিবার ও সোমবার বেনাপোল পোর্ট থানা পুলিশ থানার বিভিন্ন এলাকা থেকে আটক হওয়া ৩৫ জন বিএনপি জামাতের নেতা-কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে।
আটকদের মধ্যে জামাতের ৩১ জন এবং বিএনপির ৪ জন। তাদের কে একটি পেন্ডিং মামলার পলাতক আসামি হিসাবে দেখানো হয়েছে। আটককৃত মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বেনাপোল পৌর জামায়াতের সভাপতি মজিবর রহমান, সাবেক সভাপতি মাওলানা ওছমান গনি, সেক্রেটারি রেজাউল ইসলাম যুবদলের নেতা সেক্টর।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, বেনাপোল পোর্ট থানার একটি নাশকতার মামলায় আটককৃত পলাতক আসামি হিসাবে সনাক্ত করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।