৪ নভেম্বর, ২০২৩ ১৫:১০

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় বিরামপুরে নিতাই মাহাত নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী সৌরভী মার্ডি গুরুতর আহত হয়েছেন। অপর দুর্ঘটনায় বাসের ধাক্কায় চিরিরবন্দরে আব্বাস আলী নামে এক পথচারী নিহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের বাজিতপুর নামক স্থানে এবং দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দরের বেকিপুল বাজার নামক স্থানে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিতাই মাহাত (৩৭) জয়পুরহাট জেলার তাজপুর এলাকার অভিরাম মাহাতের ছেলে ও আহত তার স্ত্রী সৌরভী মার্ডি দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানজুড়ি এলাকার সিলিক মার্ডির মেয়ে এবং নিহত আব্বাস আলী (৬২) চিরিরবন্দর উপজেলার বড়গ্রামের রিফুজিপাড়ার মৃত মফিজউদ্দিনের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে নবাবগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মমিন জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিরামপুর উপজেলা থেকে একটি মোটরসাইকেলে করে ঘোড়াঘাট যাচ্ছিলেন এ দম্পতি। এ সময় ঘোড়াঘাট থেকে একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে যাওয়ার পথে বাজিতপুর নামক স্থানে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী দু’জনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দলার দরগা হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক নিতাই মাহাতকে মৃত ঘোষণা করেন। আহত সৌরভী মার্ডি স্থানীয় দলার দরগা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিরিরবন্দর থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী মিনিবাস বেকিপুল বাজারে একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে সড়ক থেকে কিছুটা নিচে নেমে যাওয়ার সময় পথচারী আব্বাস আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর