আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, তিনি জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দলের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল।
লতিফ বিশ্বাস ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে দ্বিতীয়বার সংসদ নির্বাচিত হয়ে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আব্দুল লতিফ বিশ্বাস বলেন, যে কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে, প্রধানমন্ত্রী এমন ঘোষণা দেওয়ার পর স্থানীয় তৃণমূল আওয়ামী লীগসহ সাধারণ মানুষের ভালোবাসা ও অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আশা করছি বেলকুচি-চৌহালীবাসী আমাকে বিপুল ভোটে সংসদ সদস্য পদে নির্বাচিত করবেন।
বিডি প্রতিদিন/এমআই