মাদারীপুরের ৩টি আসনে ১৭ জন প্রার্থীর মধ্যে ১৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।
মাদারীপুর-১ (শিবচর) আসনে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। ৪ জনেরই মনোনয়ন বৈধ হয়েছে।
মাদারীপুর-২ আসনে (মাদারীপুর সদর-রাজৈর) ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ, ২ জনের বাতিল হয়।
মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার ও মাদারীপুরের একাংশ) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ৮ জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বাতিল করা হয়েছে মাদারীপুর-২ আসনের বাংলাদেশ সুপ্রীমপার্টির ইউসুফ আলি সুমন ও জাতীয় পার্টির একেএম নুরুজ্জামানের।
মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান। তিনি জানান আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
বিডি প্রতিদিন/হিমেল