গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পুলিশ পাহাড়ায় বাবার জানাজা পড়লেন ছেলে এইচ এম ইমরান হোসেন।
বুধবার দুপুরে পুলিশ পাহাড়ায় বাবার জানাজা পড়েন নাশকতা মামলার আসামি ইমরান হোসেন।
ইমরান হোসেন কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মৃত আব্দুল করিম মেম্বারের ছেলে। তিনি গাজীপুরে শ্রমিক আন্দলনে উস্কানি, ভাঙচুর ও জ্বালাও পোড়াও মামলার আসামি।
জানা যায়, মঙ্গলবার দুপুরে এইচএম ইমরান হোসেনের বাবা আব্দুল করিম মেম্বার রাজধানী মিরপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য ইমরান হোসেনকে কয়েক ঘণ্টার জন্য প্যারালে মুক্তি দেয়া হয়। পরে পুলিশ পাহারায় ইমরান হোসেন বাবার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, ইমরান নামে এক আসামি প্যারোলে মুক্তি পেয়ে তার বাবার জানাজা পড়তে আসেন।
বিডি-প্রতিদিন/বাজিত