ময়মনসিংহের ফুলপুরে নারী নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুর ১টার দিকে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন-জহিরুল ইসলাম (২৮) ও আল মামুন (৩৫)। জহিরুল ভাইটকান্দি গ্রামের হক্কা মিয়ার ছেলে ও মামুন বাতিকুড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে ওসি আবুল খায়ের সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি পুরনো মামলা। আটক আসামিদের সোমবার ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই