রাজবাড়ীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলীর জন্য ভোট চাইলেন যৌনকর্মীরা। শুক্রবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্ব পাড়ার নারীরা নৌকার সমর্থনে মিছিল বের করেন। এ সময় তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
দৌলতদিয়া যৌনপল্লীর নারীদের নিয়ে কাজ করেন অসহায় নারী ঐক্য সংগঠন। সেই সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম।
বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, আমরা এই সরকারের সময় অনেক সুযোগ-সুবিধা পেয়েছি। আমরা পরিচয়পত্র পেয়েছি। পল্লীর ভেতর আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে। ঈদে সরকারের পক্ষ থেকে আমাদের সহায়তা করা হয়। এই সরকারের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। এসব কারণে আমরা নৌকা প্রতীকে ভোট চেয়ে মিছিল করছি।
যৌনকর্মীদের ভোট প্রসঙ্গে রাজবাড়ী-১ আসনের নৌকা মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী বলেন, সাধারণ মানুষ আমার জয়ের লক্ষ্যে কাজ করছেন। আমার জেনে ভালো লাগছে দৌলতদিয়া বাজার পূর্বপাড়ার বাসিন্দারা আমার জন্য ভোট চেয়েছেন। আমরা সবাইকে সাথে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই।
বিডি প্রতিদিন/এমআই