লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কলেজ মোড় এলাকায় ট্রাকের চাপায় মোস্তফা রুমি ( ৪০) একজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টায় পাটগ্রাম কলেজ মোড়ের পৌর বিজয় মেলার সামনে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা রুমি ( ৪৬) পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ী শমসেরপুর ৯ নং ওয়ার্ড এলাকার আব্দুর রহমানের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়,লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম সরকারি কলেজ মোড় এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সামন দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোস্তফা রুমির মৃত্যু হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার হাইওয়ে থানা উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম