নীলফামারী-৩ (জলঢাকা) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনি মাঠ থেকে সরে গিয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানার ঈগল প্রতীকে সমর্থন জানান তারা। মার্জিয়া সুলতানা ওই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার স্ত্রী।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থীরা হলেন-জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামিম এবং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুকুম আলী খান।
শুক্রবার রাতে জলঢাকা উপজেলার টেঙ্গনমারী বাজারে একটি অনানুষ্ঠানিক পথসভায় তারা নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন।
আসনটিতে এবারে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাখিল করেছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। একই আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিল করেছিলেন তার স্ত্রী জেলা যুবলীগের সহসভাপতি মার্জিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামিম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুকুম আলী খান ও কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল।
রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে মার্জিয়া সুলতানার মনোনয়ন বাতিল হলেও নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি।
এদিকে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেন অধ্যাপক গোলাম মোস্তফা।
জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ বলেন, শুক্রবার বিকালে স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ শামিমের টেঙ্গনমারী বাজারের বাসভবনে দলের নেতাকর্মীর উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ শামিম, মার্জিয়া সুলতানা, হুকুম আলী খান ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকের পর রাতে ওই বাসভবনের সামনে এসে মার্জিয়া সুলতানাকে সমর্থন জানিয়ে আবু সাঈদ শামিম ও হুকুম আলী খান নির্বাচনি মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।
স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ শামিম বলেন, ‘জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ঐক্যের জন্য আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি।’ এসময় মার্জিয়া সুলতানার ঈগল প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।
আসনটিতে আট প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল। তার বিপরীতে দলের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী ফারুক কাদের। অপর প্রার্থীরা হলেন-তৃণমূল বিএনপির খলিলুর রহমান ও বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর।
বিডি প্রতিদিন/এমআই