২৩ ডিসেম্বর, ২০২৩ ১৭:১০

বঙ্গবন্ধুর নৌকা জনগণের আস্থার প্রতীক: হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

বঙ্গবন্ধুর নৌকা জনগণের আস্থার প্রতীক: হুইপ ইকবালুর রহিম

বঙ্গবন্ধুর নৌকা জনগণের আস্থার প্রতীক উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, নৌকায় মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। স্কুলের শিক্ষার্থীদের বই কিনতে হয় না। বছরের শুরুতে বিনামূল্যে তাদের কাছে বই পৌঁছে দেয়া হয়। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন বলেই বাংলাদেশের মানুষ আজ বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, গর্ভবর্তী ভাতা পায়। শেখ হাসিনা দেশ পরিচালনা করেছেন বলেই বাংলাদেশের সব সেক্টরে উন্নয়ন অগ্রগতি সাধিত হয়েছে।

শনিবার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনি প্রচারনায় নৌকায় ভোট চেয়ে গণসংযোগ চলাকালে তিনি এসব কথা বলেন।
 
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাসান হাবিব সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইব্রাহীম সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম, আনোয়ার হোসেন, কমলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর