নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি।
শনিবার সকালে বড় বাজার এলাকায় ৩য় দিনের মতো লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন ও কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিম উল হাসান অপু। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি এই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এটা জনগণের মৌলিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। তাই সকলকে এই ডামি নির্বাচনে ভোট না দেওয়ায় আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/হিমেল