দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড় ১ আসনের মুক্তিযোদ্ধাদের সাথে নৌকা প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এই মতবিনিময় সভার আয়োজন করে।
শনিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে শতাধিক বীর মুক্তিযোদ্ধার অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী নাঈমুজ্জামান ভুঁঞয়া মুক্তা।
এ সময় সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জাকির হোসেন, তেঁতুলিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজী মাহাবুবুর রহমান, মুক্তিযোদ্ধা মির্জা সারোয়ার, আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমানসহ সদর উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল