প্রতীক পাওয়ার পর থেকে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় মেতেছেন পাবনা-৩ আসনের সাত প্রার্থীর দুইজন। নির্বাচনী মাঠ আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী আলহাজ্ব মো. মকবুল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার (আওয়ামী লীগ নেতা) আব্দুল হামিদ মাঠ চষে বেড়ালেও তেমন চোখে পরছে না বাকি ৫ প্রার্থীর প্রচারণা।
এলাকা ঘুরে খোঁজখবর নিয়ে জানা গেছে, এ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী নিজেদের প্রতীক সম্বলিত লিফলেট বা প্রচারপত্র হাতে নিয়ে সাধারণ মানুষের কাছে ছুটে চলেছেন, চাইছেন ভোট। প্রার্থীরা বিভিন্ন এলাকায় নির্বাচনি ক্যাম্প (অফিস) উদ্বোধন করছেন। মূলত এই নির্বাচনি এলাকায় এই দুই প্রার্থীর প্রচার প্রচারণা থাকলেও অন্যদের সেভাবে দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে অনেকেই বিরুপ মন্তব্যও করছেন।
উল্লেখ্য, পাবনা ৩ আসনের প্রার্থী আওয়ামী লীগ মনোনিত আলহাজ্ব মো. মকবুল হোসেন (নৌকা), আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার (ট্রাক), জাতীয় পার্টি থেকে মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল), জাসদ থেকে মো. আবুল বাশার শেখ (মশাল), ন্যাশনাল পিপলস পার্টি থেকে মো. বেল্লাল মোল্লা (আম), বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. মাহবুবুর রহমান জয় চৌধরী (একতারা) ও বাংলাদেশ কংগ্রেস থেকে মো. আজিজুল হক (ডাব)।
চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে পাবনা ৩ আসন। এ আসনে ৪ লাখ, ৫৬ হাজার, ৭৭১ জন ভোটার। ১৭৬ টি ভোট কেন্দ্রে এসব ভোটার ভোট প্রয়োগ করবেন।
বিডি প্রতিদিন/হিমেল