মানিকগঞ্জে বই উৎসবের মাধ্যমে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ ৮৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৪ শিক্ষাবর্ষের কোমলমতি শিশুদের হাতে গোলাপ ফুল ও বই তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
৮৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষারের সভাপতিত্বে জেলা প্রশাসক রেহেনা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসটি ও শিক্ষা) শুকলা সরকার ও পৌর মেয়র মো.রমজান আলীসহ শিক্ষক-অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা অফিসসূত্রে জানা যায়, মানিকগঞ্জের সাতটি উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১ লাখ ৮২ হাজার ২৭ জন শিক্ষার্থী এবং মাধ্যমিক পর্যায়ে ১২ লাখ ২২ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিরতণ করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল