বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট- ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় তার নির্বাচনি এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা জুড়ে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও পথসভা করেছেন।
মতবিনিময় করছেন বিভিন্ন শ্রেণি ও পেশার ভোটারদের সাথে। নির্বাচন যতো ঘনিয়ে আসছে ৭ জানুয়ারি ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার উপর জোর দিচ্ছেন তিনি। প্রতিদিন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের হাটবাজার ও বাড়িতে গিয়ে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানাচ্ছেন তিনি।
ব্যাপক গণসংযোগ করে ভোটারদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌছে দেয়ায় নৌকার প্রার্থী শেখ তন্ময় বাগেরহাট সদর ও কচুয়া উপজেলায় তার নির্বাচনি এলাকায় সাড়া ফেলেছেন।
বিডি প্রতিদিন/হিমেল