কক্সবাজারের চকরিয়া উপজেলার সওদাগরঘোনা এলাকায় র্যাব-১৫ এর একটি টহল টিমের উপর হামলা ও গুলিবর্ষণ করে র্যাব সদস্যকে জখম এবং আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত দু'জনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার বিকেলে র্যাবের টিম চকরিয়া উপজেলার উপজেলার পালাকাটা এবং মালুমঘাটা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা এলাকার শামসুল আলমের ছেলে মোবারক হোসেন ছোট্টু (৪০) ও চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকার আহমদ কবির নাগুর ছেলে রিদওয়ানুল ইসলাম প্রকাশ হিরো (২৭)।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো আবু সালাম চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার সকালে ওয়ারেন্টভুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করে নিয়ে আসার সময় কয়েক শত লোকজন চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা এলাকায় র্যাবের উপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে এবং র্যাব সদস্যকে জখম করে তিনজন আসামিকেই ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ৩৩ জনের নামোল্লেখ করে চকরিয়া থানায় মামলা রুজু হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, শনিবার র্যাবের টহল টিমের উপর সওদাগরঘোনা গ্রামের বাসিন্দা জনৈক নেজাম ডাকাতের নেতৃত্বে পাঁচ-ছয়শত লোক হামলা ও গুলিবর্ষণ করে আসামি ছিনিয়ে নেয়।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে আরও ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক