সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিশাল প্যান্ডেল বানিয়ে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনি জনসভা করার অভিযোগে নৌকার প্রার্থী গাজী শফিকুল ইসলাম শফিকে আদালতে তলব করা হয়েছে।
মঙ্গলবার সকালে নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা, সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক সুপ্রিয়া রহমান স্বাক্ষরিত পত্রে এ নির্দেশ দেওয়া হয়। আদালতের সেরেস্তাদার প্রদ্যুৎ কুমার ধর এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সলঙ্গার হাটিকুমরুল গোল চত্বরের পাশে নৌকার প্রার্থী গাজী শফিকুল ইসলাম শফি আচরণবিধি লঙ্ঘন করে বিশাল প্যান্ডেল বানিয়ে নির্বাচনি জনসভা করেছেন। সরেজমিন পরিদর্শনকালে নোটিশকারী বিষয়টি অবগত হয়েছেন, যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
এ কারণে আগামী ৪ জানুয়ারি সকালে নৌকার প্রার্থীকে নোটিশকারীর আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই