তীব্র শীত জেঁকে বসেছে উত্তরের জেলা নীলফামারীতে। গত দুইদিন থেকে নীলফামারীতে সূর্যের দেখা মেলেনি। খুব একটা কুয়াশা না থাকলেও মৃদু হিমেল হাওয়া বইছে। তীব্র এই শীতে বিপর্যস্ত হয়েছে জনজীবন।
আজ মঙ্গলবার সকালে নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসে ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সৈয়দপুরের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। সৈয়দপুরে আজ এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। সৈয়দপুরের আকাশে ঘন কুয়াশা বিরাজ করছে। সকালে দৃষ্টিসীমা ছিল ৫০, দৃষ্টিসীমা কম থাকায় বিমানবন্দের বিমান ওঠানামা বন্ধ ছিল।
নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, শীত মোকাবিলায় পর্যাপ্ত সরকারি সহায়তা প্রস্তুত রয়েছে। শীতবস্ত্র হিসেবে জেলায় ২৫ হাজার পিচ কম্বল পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল