আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন ও সরকার পতনের অসহযোগ আন্দোলন সফল করতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার মিছিলটি করেন তারা। এ সময় সরকারের পদত্যাগ ও নির্বাচন বর্জনসহ নানা স্লোগান দেন তারা।
মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা সুনীল সাহা, যুবদল নেতা ইবাদুল হক জাহিদ, পৌর যুবদল নেতা খুররম চৌধুরী টুটুল, পৌর বিএনপি নেতা আজাহার আলী, পৌর যুবদলের মুবারক, যুবদল নেতা মোশারফসহ প্রায় এক হাজার নেতাকর্মী।
বিডি প্রতিদিন/এএ