দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে। এ আসনের প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থীর মধ্যে ছয়জনই মাঠে নেমে পড়েছেন। তারা পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ নৌকা প্রতীকে ভোট চেয়ে ছুটছেন প্রতিটি ইউনিয়নে। প্রতিদিন থাকছে তার পথসভা, লিফলেট বিতরণ, গণসংযোগ ও কর্মী বৈঠক। বদিউজ্জামান সোহাগ মঙ্গলবার দৈবজ্ঞহাটি, কালিকাবাড়ি লিফলেট বিতরণ করেন। বিকেল ৩টায় রায়েন্দা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা করেন।
এদিন স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসেন ঈগল প্রতীকে ভোট চেয়ে মোরেলগঞ্জ পৌরসভা, হোগলাবুনিয়া ও ধানসাগর ইউনিয়নে পৃথক পৃথক পথসভা ও লিফলেট বিতরণ করেন। এ ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রী লাঙ্গল প্রতীকে, বিএনরএম’র রেজাউল ইসলাম রাজু নোঙর, তৃণমূল বিএনপির লুৎফুন নাহার রিক্তা শোনালী আঁশ ও এনপিপি’র প্রার্থী লোকমান হোসেন সাইফী আম প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এমআই