২ জানুয়ারি, ২০২৪ ১৭:২৪

নরসিংদীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নরসিংদী প্রতিনিধি


নরসিংদীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

"সমাজ সেবায় গরবো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যে নরসিংদীতে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগ র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে জেলা প্রশাসক ড. বদিউল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ, জেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুল হাসান তাপস, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার আশরাফুল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক নঈম জাহাঙ্গীর, রেজিস্ট্রেশন কর্মকর্তা সুরভী আফরোজ ও স্বেচ্ছাসেবী সংস্থা পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদসহ অন্যরা। আলোচনা শেষে সমাজসেবায় অবদান রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার্তে অর্থের চেক বিতরণ, বিভিন্ন ভাতার ও সুবর্ণ নাগরিকের কার্ড বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর