স্বতন্ত্র প্রার্থীর প্রতীককে ‘কাউয়া-বাদুর’ বলে আচরণবিধি ভঙ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা।
মঙ্গলবার বেলা ৩টায় রাজশাহী-৫ আসনের অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম মহানগর দায়রা জজ লুনা ফেরদৌসের কাছে সশরীরে হাজির হয়ে ব্যাখা দেন আবদুল ওয়াদুদ দারা।
ব্যাখায় আবদুল ওয়াদুদ দারা বলেন, স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান যে অভিযোগ দায়ের করেছেন তা বিদ্বেষ প্রসূত। আমি বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক। আমার দলের নেতাকর্মীরা দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মে লিপ্ত আছেন তাদের কর্মের বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রে কি ধরনের নির্দেশনা আছে আমি তাদেরকে নির্দেশনা স্মরণ করিয়ে দিয়েছিলাম। কোনো ভোটারকে ভয়ভীতি প্রদর্শনের জন্য বা স্বতন্ত্র প্রার্থীকে অপদস্ত করার উদ্দেশ্যে আমি কোন অশালীন বা অশোভনীয় বা তিক্ত বা উস্কানীমূলক বক্তব্য প্রদান করিনি। তারপরেও আমার বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন বলে বিবেচিত হলে আমি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশসহ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।
এর আগে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা ওবায়দুর রহমানের ঈগল প্রতীক নিয়ে ব্যঙ্গ করায় আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারাকে কারণ দর্শাতে বলা হয়েছিল।
বিডি-প্রতিদিন/বাজিত