ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাইসহ তার চার সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শৈলকূপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এ নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশে আব্দুল হাই এমপির বিরুদ্ধে শৈলকুপা থানায় তিনটি মামলা হলো।
মামলার অন্যান্য আসামিরা হলেন শৈলকূপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জমান ইকু ও উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা।
এ তথ্য নিশ্চিত করে শৈলকূপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম জানান, গত ১৫ ডিসেম্বর ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় নৌকা প্রতীকের এজেন্ট ব্যতীত অন্য কোন প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দিবেন না মর্মে নৌকার সমর্থক হুমকি প্রদান করেন। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৮ এর ১১ ও ১২ বিধান লঙ্ঘিত হয়েছে। এছাড়া শৈলকূপা হল বাজার ও স্থানীয় স্কুল, মির্জাপুর ইউনিয়নের চড়িয়ার বিল বাজারেও আচরণ বিধি লঙ্ঘন করে আসন্ন সংসদ নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার করে নির্বাচনি প্রচারণা চালানো হয়। এসব ঘটনার সাথে আসামিরা জড়িত ছিলেন মর্মে প্রমাণিত হয়।
ফলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মোঃ আব্দুস সালামের আদেশক্রমে শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম এই মামলা করেন। শৈলকূপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম আরো জানান, নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল