বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রেজাউল ইসলাম নান্নু ফরাজি (৫৭) নামে একজন নিহত হয়েছেন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় নান্নু ফরাজিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার দুপুরে আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজার এলাকায় একটি ইজিবাইক ও কয়েকজন পথচারীকে যাত্রীবাহী একটি লোকাল বাস ধাক্কা দিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত নান্নু ফরাজি শরণখোলা উপজেলার মাতৃভাষা কলেজের করণিক ও মোরেলগঞ্জ উপজেলার বড়পরী গ্রামের নুরুল ইসলাম ফরাজীর ছেলে। দুর্ঘটনায় আহতরা হচ্ছেন রবিউল ইসলাম (১৮), সম্রাট হাওলাদার (২০), আমির হোসেন মোল্লা (৬০) ও সবুজ শেখ (২৫)।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, বাসচাপায় গুরুতর আহতাবস্থায় নান্নু ফরাজিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ যাত্রীবাহী বাসটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এএ