হিমেল হাওয়ায় কনকনে শীতকে উপেক্ষা করে চলছেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের বিভিন্ন আসনে বিভিন্ন মার্কার সমর্থনে ব্যাপক প্রচারণা। সড়কসহ বিভিন্ন অলি-গলিতে পোস্টারে ছেয়ে গেছে।
দিনাজপুর সদর-৩ আসনের ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা ফরহাদ আলম মঙ্গলবার যোহর নামাজ শেষে দলীয় প্রতীক মিনার মার্কা নিয়ে দিনাজপুর সদরের পুলহাট, খানপুর বাজার, পাঁচবাড়ীহাট, পৌরশহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড, মাহুদতপাড়া, অন্ধ হাফেজ মোড়সহ বিভিন্ন এলা কায় গণসংযোগ ও পথসভা করেন।
দিনাজপুর-৩ আসনে নৌকার মাঝি ইকবালুর রহিমকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে দিনাজপুরে নাগরিক কমিটির উদ্যোগে শহরে ব্যাপক গণসংযোগ চালিয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের মুন্সিপাড়া, গণেশতলা, মালদহপট্টি চকবাজারসহ বিভিন্ন স্থানে নাগরিক কমিটির আহবায়ক রেজা হুমায়ন ফারুক চৌধুরী শামীমের নেতৃত্বে গণসংযোগে ছিলেন নাগরিক কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন, মোজাম্মেল হক বখুস, মো: মাজেদুর রহমান দুলাল,মো: রঞ্জু, মো: সাদেকুল ইসলাম, মোমিন, পানু, তোহা, দুলাল, মনতাজুল ইসলাম মনতাসহ অন্যান্যরা।
মঙ্গলবার দিনাজপুর মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি মালদাহপট্টি দিনাজপুরের সভাপতি সাবেক এমপি সুলতানা বুলবুল এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা নৌকা মার্কায় ভোট দিতে দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন।
সোমবার রাতে দিনাজপুর শহরের মির্জাপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রাজবাড়ীতে পৃথক নির্বাচনি সভায় বক্তব্যে ভোট প্রার্থনা করেন জাতীয় পার্টির প্রার্থী আহমেদ শফি রুবেল (লাঙ্গল)। সভায় বক্তব্য দেন সাইফুল্লাহ চৌধুরী, মীর তৌহিদুল ইসলাম স্বপন, সাইফুল ইসলাম, শাকিল ইসলাম, মমতেহাজ আলম, মীর মোহাম্মদ আনিসুজ্জামান মিলন, সফিক আহমেদ প্রমুখ।
দিনাজপুর-১ আসনে সোমবার রাতে বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পলাশবাড়ী স্কুল মাঠ প্রাঙ্গণে নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। সভায় পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আব্দুল হক সবুজ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব সুমন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ