আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভোট বর্জন কর্মসূচির অংশ হিসেবে ভোলায় আদালত বর্জন করেছে ভোলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার ভোলা জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে আদালত প্রাঙ্গণে মানববন্ধন, সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আদালতের সকল কার্যক্রম বর্জনের কর্মসূচি পালন থেকে বিরত থাকার ঘোষণা দেওয়া হয়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত বলেন, আগামী ৭ তারিখের প্রহসনের নির্বাচনে তারা যাবেন না এবং সেই সাথে তারা আদালতের কার্যক্রম থেকে বিরত থাকবেন।
এতে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মুহাম্মদ ফরিদুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ মোজাম্মেল হক, অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম, ভোলা বারের সাধারণ সম্পাদক ইফতারুল হাসান শরীফ, অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ প্রিন্স, অ্যাডভোকেট মো. ইউসুফ, অ্যাডভোকেট মোহাম্মদ জাবেদ ইকবাল, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান মুরাদ, অ্যাডভোকেট ফয়সাল আহমেদ, অ্যাডভোকেট আদিল মাহমুদ, অ্যাডভোকেট মুহাম্মদ মনজুরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা, অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আহসানুল্লাহ সুমন, অ্যাডভোকেট পলাশ চন্দ্র শাহ, অ্যাডভোকেট এসএম মিজানুর রহমান, শিক্ষানবিশ অ্যাডভোকেট জাকারিয়া মন্জু প্রমুখ।
পরে বিএনপি সমর্থিত আইনজীবীরা আদালত প্রাঙ্গণে ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এমআই