৭ জানুয়ারি, ২০২৪ ২২:১৮

লক্ষ্মীপুরে ৩টিতে নৌকা, ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ৩টিতে নৌকা, ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বেসরকারিভাবে তিনটি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও অপরটিতে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হওয়ার পথে। রবিবার ভোটগ্রহণের পর গণনা শেষে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী (রাত সাড়ে ৯টা পর্যন্ত)।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মোট ভোট কেন্দ্র ৮৫টি। ৮০টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আনোয়ার হোসেন খান ৩৭ হাজার ৮০৯ ভোট পেয়ে বিজয়ীর হওয়ার পথে। নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগলের প্রার্থী হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৭ হাজার ২৮৮ ভোট।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে মোট ভোটকেন্দ্র ১৪৬টি। ৭৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ৭৮ হাজার ৮৯০ ভোট বিজয়ী হওয়ার পথে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের প্রার্থী সেলিনা ইসলাম পেয়েছেন ৭ হাজার ১৫০ ভোট।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মোট ভোটকেন্দ্র ১২৫টি। সব কয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিঙ্কু নৌকা প্রতীক নিয়ে ৫২ হাজার ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকে এম এ সাত্তার পেয়েছেন ৩৫ হাজার ৬২৮ ভোট।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে মোট ভোট কেন্দ্র ১২১টি। সব কয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ৪৬ হাজার ৪৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল্লাহ (ঈগল প্রতীক)। নিকটতম প্রতিদ্বন্দ্বি জোটের প্রার্থী নৌকা প্রতীকের মোশাররফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৩০১ ভোট।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর