কুড়িগ্রামের ওপর দিয়ে ২য় দফা বইছে মৃদু শৈত্য প্রবাহ। রবিবার সকালে ৯দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া অফিস। ঘন কুয়াশার সাথে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে অসহায় ও নিম্ন আয়ের মানুষজন। এই কনকনে ঠান্ডায় শীতার্তদের পাশে কম্বল বিতরণে এগিয়ে এসেছে কুড়িগ্রাম জেলা পরিষদ।
জেলা পরিষদের পক্ষ থেকে দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের খয়ের উল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় দুস্থ মানুষের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এ সময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনহাজুল ইসলাম আইয়ুব, প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম,হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ