কনকনে শীত আর ঠাণ্ডা বাতাসে কাহিল হয়ে পড়েছে নীলফামারীর মানুষ। আবারো শুরু হয়েছে ঘনকুয়াশা। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ‘মাঘের শীতে বাঘ কান্দে’ পরিস্থিতি এখন। শীতের দাপটে কাবু হয়ে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। সেই সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে।
দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্য উত্তাপ ছড়াতে না পারায় বেড়েছে শীতের তীব্রতা। জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষরা বের হলেও কাজ না পেয়ে পড়েছেন চরম দুর্ভোগে। রিকশা-ভ্যানচালক, দিনমজুর, কৃষি শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে। শহরের নতুন বাজার এলাকার রিকশা চালক দুলাল হোসেন বলেন, খুব ঠান্ডা মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। রিকশার যাত্রী হচ্ছে না। শীতের কারণে আমরাও বিপদে পড়ছি।
নীলফামারীর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা.আব্দুল আউয়াল বলেন, শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। প্রতিদিন ২০ থেকে ২৫ জন শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। তিনি শিশুদের সকালে ঘর থেকে বের না করে কুসুম গরম পানি খাওয়ানো ও সতেজ খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি।
বিডি প্রতিদিন/এএম