২০ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:৩৬

ভৈরব নদে অপরিকল্পিত ব্রিজ নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, যশোর

ভৈরব নদে 
অপরিকল্পিত ব্রিজ নির্মাণ 
বন্ধের দাবিতে মানববন্ধন

উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে যশোরের ভৈরব নদে অপরিকল্পিত ব্রিজ নির্মাণ বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ভৈরব নদ সংস্কার আন্দোলন। মানববন্ধন কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর লেখা একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। 

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, যশোর অঞ্চলের দীর্ঘতম নদ ভৈরবের ওপর ব্রিটিশের সময় থেকেই অত্যাচার চলছে। নদের উৎসস্থলে গতিমুখ পরিবর্তন, ৫২টি ব্রিজ, পোল্ডার, স্লুইসগেটের কারণে বিপর্যয়ের মধ্যে পড়ে ভৈরব। নদটির সংস্কারে শত শত কোটি টাকা ব্যয় করা হলেও সমস্যার কোন সমাধান হয়নি, বরং পরিস্থিতি আরও জটিল হয়েছে, অর্থের অপচয় হয়েছে। বক্তারা ভৈরবকে বাঁচাতে উজানে মাথাভাঙ্গা-ভৈরব নদী সংযোগ দ্রুত বাস্তবায়ন, হাইকোর্টের জারিকৃত রুল অমান্য করে ভৈরবের ওপর ব্রজি নির্মাণকাজ বন্ধ, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিল কপালিয়াসহ অন্যান্য বিলে টিআরএম চালু ও ভৈরব, কপোতাক্ষ সংস্কারে দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর