জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যায় সুস্থ ও দ্রুততম সময়ে তদন্ত করে জড়িতদের উপযুক্ত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আইন বিভাগ। সোমবার বিকেলে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সরকার আলী আককাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইরুজ সাদাফ অবন্তিকার আকস্মিক মৃত্যুতে আইন পরিবার আজ স্তব্ধ ও শোকবিহ্বল। অবন্তিকার মৃত্যু যেন একটি নক্ষত্রের পতন। অবন্তিকা তার মেধা, সততা এবং সময়ানুবর্তিতার জন্য বিভাগে একটি সুপরিচিত নাম।
অবন্তীর অকস্মাৎ চলে যাওয়া দেশ ও জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। অবন্তিকার মৃত্যুতে আইন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা, কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছে। অত্র বিভাগ অবন্তিকার বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় বিজ্ঞপ্তিতে।
বিডি প্রতিদিন/এমআই