চিহ্নিত মাদক বিক্রেতা ও মাদকসেবীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শেরপুরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামের আমতলী চৌরাস্তা মোড়ে সোমবার দুপুর ২টায় এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, মাদক কারবারি মো. চাঁন মিয়া, তার বড় ভাই রফিকুল ইসলাম, আবুল কাশেম, মো. মনছুর মিয়া, মো. নবিবুল মিয়া, মো. রুবেল মিয়া, মো. মামুন মিয়া, লাল চাঁন মিয়াসহ অজ্ঞাত ব্যক্তিরা এলাকায় প্রকাশ্যে দীর্ঘদিন থেকে অবাধে নেশা বিক্রয় করে আসছে। বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী ও কারবারিদের পদচারণায় এলাকা এখন মাদকে মুখরিত। স্কুল, কলেজ পড়ুয়া সন্তানদের নিয়ে অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে সম্প্রতি মাদক কারবারিদের বাধা দিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন মো. নুরুল ইসলাম নামে এলাকার এক মুরুব্বি।
যুবসমাজকে রক্ষা করতে এবং নেশা থেকে এলাকাকে বাঁচাতে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বলাইয়ের চর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডা. আফরোজ আলী, ডা. দুলাল উদ্দিন পীর। মানববন্ধন কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল