কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারী এবং একজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৌলভী পাড়ার নবী হোসেনের দুই ছেলে আয়াছ উদ্দিন (২৫) ও জয়নাল আবেদীন (২৯), নবী হোসেনের মেয়ে এবং মৃত সলিম উল্লাহর স্ত্রী বদুজ্জামান (৩৮)। এছাড়া গ্রেফতারি পরেয়ানাভুক্ত আসামী মৌলভী পাড়ার মৃত কবিরের ছেলে ইসমাঈল (৩০)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতাকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল এবং গ্রেফতারি পরেয়ানাভুক্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল