ময়মনসিংহের ফুলপুর পৌরসভার অষ্টমীখলায় শ্রী শ্রী নিতাইগৌর সেবাশ্রমে আয়োজিত হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তন অনুষ্ঠান পরিদর্শন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। সোমবার রাতে তিনি ওই পূজা অনুষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি এ মন্দিরের লীলা কীর্ত্তনে উপস্থিত ভক্তবৃন্দের খোঁজখবর নেন ও তাদের আহার্যের জন্য বরাদ্দ প্রদান করেন এবং মন্দিরের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও অর্থ বরাদ্দ প্রদান করেন।
এ সময় ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম, মেয়র মি. শশধর সেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও কীর্ত্তন অনুষ্ঠানের সভাপতি দেবল কুমার সাহা, সাধারণ সম্পাদক জীবন বিন্দ, কাউন্সিলর কৃষ্ণ কান্তি সাহা, অভিজিৎ সাহা, ফুলপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক রাসেল, ফুলপুর থানার সেকেন্ড অফিসার সুমন মিয়া, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নুরুল আমিন, নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ