ফেনী পৌরসভার ব্যবস্থাপনায় সরকারি নির্ধারিত মূল্য ৬৬৫টাকা দরে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। আজ সকালে শহরের পিটিআই স্কুল মাঠে গরুর মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
উদ্বোধনের পর ভোর থেকে থেকে ক্রেতারা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে মাংস ক্রয় করছেন। জানা যায়, আজ বড় সাইজের ৭টি গরু জবাই করা হয়েছে। প্রয়োজনে আরো গরু জবাই করা হবে।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে। তারা সরকারি নির্ধারিত মূল্যে গরুর মাংসসহ অন্যান্য পণ্য বিক্রি করছে না। তাই সিন্ডিকেট ভাঙতে গরুর মাংস বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। ঈদের আগ পর্যন্ত প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই মাঠে গরুর মাংস বিক্রয় কার্যক্রম চলবে।
বিডি প্রতিদিন/নাজমুল